টঙ্গীতে তাবলীগ জামায়াতের দুপক্ষের সংঘর্ষের পর বিজিবি মোতায়েন

আপডেট: December 18, 2024 |
inbound3419598471170741564
print news

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখল ও জোড় ইজতেমাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মাওলানা সাদ পন্থীদের বিচারের দাবিতে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মুসল্লিরা।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রাস্তায় অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে যান চলাচল বন্ধ থাকে ওই সড়কে।

জানা যায়, গাজীপুরে টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুজনের মৃত্যু হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে মুসল্লিরা। তারা রাস্তা আটকে বিক্ষোভ শুরু করে। এসময় বাঁশ ও কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে রাস্তা আটকাতে দেখা যায়।

এদিকে তাবলীগ জামাতের যোবায়ের ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

এর আগে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের ও সাদপন্থি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত থেকে চলা সংঘর্ষে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। উভয়পক্ষই নিহত মুসল্লিদের নিজেদের কর্মী বলে দাবি করেছে। সংঘর্ষে উভয়পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

নিহত তিনজন হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দুর বাচ্চু মিয়া (৭০) এবং ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার বেলাল (৬০), বগুড়ার তাজুল ইসলাম (৭০)।

Share Now

এই বিভাগের আরও খবর