জয়পুরহাটে ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা


জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট শহর বিএনপির অন্তর্ভুক্ত ১নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে আলোচনা ও মত বিনিময় সভা মঙ্গলবার রাতে জয়পুরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভা শেষে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়।
১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোখলেছুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, শহর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু রায়হান উজ্জল প্রধান।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল, সহ সভাপতি মৌসুমি প্রধান, ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।