বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গুপ্তহত্যার প্রতিবাদে ডিআইইউ’তে মানববন্ধন

আপডেট: December 20, 2024 |
inbound5388555453209559124
print news

ডিআইইউ প্রতিনিধি: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গুপ্তহত্যার প্রতিবাদে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ’তে) সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (বিকেল ৩ টা) স্থায়ী ক্যাম্পাসের নতুন ভবনের সামনে থেকে মানববন্ধন কর্মসূচি শুরু হয় এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন পলাশ মোড় হয়ে আবার নতুন ভবনের সামনে এসে মানববন্ধন কর্মসূচি শেষ করা হয়।

মানববন্ধন শেষে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা বলেন, পরিকল্পিত ভাবে জুলাই আন্দোলনে যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দলোন নেতৃত্ব দিয়েছে এবং যারা সবসময় ভারতকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেছেন তাদের কে টার্গেট করে এই গুপ্ত হত্যাযজ্ঞ চালিয়েছে।

শিক্ষার্থীরা আরো বলেন, ১৫ জুলাইয়ে পর যখন বৈষম্য বিরোধী আন্দোলন থামকে যায় তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। বর্তমানে এইসব ছাত্রদের উপর হামলার তীব্র নিন্দা জানাই এবং অনবিলম্বের এইসব গুপ্ত হামলা এবং হত্যার বিচার করতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর