উত্তরায় রেস্টুরেন্টে আগুন: ৭ জনকে জীবিত উদ্ধার

আপডেট: December 20, 2024 |
inbound2109632259033341434
print news

রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত সাত জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

সবশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

শুক্রবার (২০ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ফায়ার সার্ভিস সাত জনকে উদ্ধার করেছে।

তিনি বলেন, ধোঁয়ায় আচ্ছন্ন ভবনটির চারপাশ। আটকা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের টিটিএল গাড়ি নেওয়া হয়েছে। তাদেরকে উদ্ধারে চেষ্টা চলছে।

এর আগে, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রেস্তরাঁয় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

সকাল ১০টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর একে একে আরও ৮টি ইউনিট যোগ দেয়। পরে যোগ দেয় আরও ৩টি ইউনিট।

তবে কী কারণে আগুন লেগেছে এবং এতে কোনো হতাহতের ঘটনা আছে কিনা, তা নিয়ে তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

Share Now

এই বিভাগের আরও খবর