এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত


নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ক্রিকেটের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। শিরোপানির্ধারণী লড়াইয়ে বাংলাদেশ-ভারত মুখোমুখি হবে সোমবার।
শুক্রবার (২০ ডিসেম্বর) কুয়ালালামপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশ দল নেপালকে ৯ উইকেটে হারিয়েছে।
কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ কমে এসেছিল ১১ ওভারে। প্রথমে ব্যাট করে নেপাল পুরো ওভার ব্যাট করে তোলে ৮ উইকেটে ৫৪ রান। তাড়া করতে নেমে বাংলাদেশ ৯.৫ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচসেরা হয়েছে ব্যাট হাতে অপরাজিত ২৬ রান ও বল হাতে ১৪ রানে ১ উইকেট নেওয়া ফাহমিদ ছোঁয়া।
এর আগে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। গত ৮ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।