বগুড়ায় রানার প্লাজা থেকে তালা কাটার যন্ত্রসহ একজন আটক

আপডেট: December 23, 2024 |
inbound2808471095761123457
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় রানা প্লাজা থেকে তাল কাটার যন্ত্রসহ জামাল নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

২২ ডিসেম্বর (রোববার) দিবাগত রাত ৮ টার দিকে বগুড়ার রানা প্লাজার দ্বিতীয়তলায় এ ঘটনা ঘটে।

আটককৃত যুবক জামাল কুমিল্লা জেলার দেবীদ্বার এলাকায়।এ সব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর ফাঁড়ির অফিসার ইনচার্জ সেরাজুল হক।

পুলিশের এই কর্মকর্তা জানান,রানা প্লাজার দ্বিতীয় তলায় বাথরুম থেকে জামাল নামের ওই যুবকটি সন্দেহজনক ভাবে বের হয়ে আসলে মার্কটের ব্যবসায়ী ও কর্মচারীদের সন্দেহ হয়।

এ সময় তারা জামালকে আটক করে সাথে করে ওই বাথরুমে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখে সে তালা কাটার একটি যন্ত্র লুকিয়ে রেখেছে।

পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে বগুড়া সদর ফাঁড়ির পুলিশ ঘটনাস্হলে গিয়ে জামালকে গ্রেফতার করে এবং তালা কাটার যন্ত্রটি উদ্ধার করে।

এবিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর