বগুড়ার ১৯ মামলার আলোচিত শ্রমিকলীগ নেতা গ্রেফতার

আপডেট: December 24, 2024 |
inbound1974681807089766826
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ১৯ মামলার আলোচিত শ্রমিক লীগ নেতা ও দুদকের মামলায় ১৩ বছর সাজাপ্রাপ্ত আসামী তুফান সরকারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ( ডিবি)।

২৩ ডিসেম্বর (সোমবার) দিবাগত রাতে বগুড়া শহরের চাকসুত্রাপুর কসাইপাড়ার নিজ বাড়ি থেকে তুফান সরকারকে গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির পুলিশ পরিদর্শক ইকবাল বাহার।

গ্রেফতারকৃত শ্রমিক নেতা তুফান সরকার বগুড়া জেলা শহরের চকসুত্রাপুর কসাইপাড়া এলাকার মজিবর রহমান এর ছেলে।

তুফান সরকার শহর শ্রমিক লীগের আহবায়ক ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা,ধর্ষণ,নারী নির্যাতনসহ মোট ১৯টি মামলা রয়েছে। ছাত্রী ধর্ষণ মামলায় ২০১৭ সালে গ্রেফতার হয়েছিলেন তুফান।

গত ৫ আগষ্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর একাধিক হত্যা মামলায় আসামী হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন।

বগুড়ার ডিবি পুলিশ পরিদর্শক ইকবাল বাহার জানান,৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন আইনে ১৯টি মামলা রয়েছে।

এছাড়াও তুফান সরকার দুদকের একটি মামলায়১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামী তুফান সরকারকে আজ মঙ্গবার দুপুরের আদালতে পাঠানোর হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর