রাষ্ট্রযন্ত্রে এখনও ফ্যাসিবাদীরা বসে রয়েছে: মির্জা ফখরুল

আপডেট: December 27, 2024 |
inbound7151449801378475829
print news

রাষ্ট্রযন্ত্রে এখনও ফ্যাসিবাদীরা বসে রয়েছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যত সময় যাবে তত সমস্যা বাড়বে।

কাঠামো ও প্রতিষ্ঠানগুলোকে গণতন্ত্রের জন্য উপযোগী করতে হবে। গণতন্ত্রের জন্য ধারবাহিক প্রতিটি সংগ্রামকেই স্মরণে রাখা দরকার।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত এক জাতীয় সংলাপে এসব কথা বলেন তিনি।

সংস্কার না করে বিএনপি নির্বাচন চায়— এমন ধারণা সঠিক নয় বলে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি গণতন্ত্রের জন্য সবসময়ই প্রয়োজনীয় সংস্কারের পক্ষে।

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি সংস্কারের বিষয়ে আন্তরিক। রাজনৈতিক সংস্কারের চিন্তা থেকেই ২০১৬ সালে ভিশন-২০৩০ এবং ২০২২ সালে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেয়া হয়েছিল।

বিএনপি প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার করে নির্বাচনে যেতে চায়। কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে এই কাজ করতে হবে। তবে জনগণের ওপর কোনো কিছু চাপিয়ে দেয়ার পক্ষে আমরা নই।

Share Now

এই বিভাগের আরও খবর