পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন শামীম সভাপতি, সম্পাদক তানভীর

আপডেট: December 29, 2024 |
inbound8599972127829684822
print news

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে এস. এম. রেজাউল ইসলাম শামীম ( আমার দেশ) সভাপতি ও এস. এম. তানভীর আহমেদ ( যমুনা টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিন ) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যসব পদের প্রার্থীরা সবাই বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হন।

শনিবার সকাল ১০ টায় পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা শেষে নির্বাচন অনুষ্ঠান পর্বে অন্য কোন প্রতিদ্ব›দ্বী না থাকায় ওই দুটি পদসহ অন্য
পদের প্রার্থীরাও বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হন।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পিরোজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন।

নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ (বাংলা টিভি) ও খেলাফত হেসেন খসরু ( দৈনিক পিরোজপুরের কথা)। যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউল হক (সময় টিভি), কোষাধ্যক্ষ মাহামুদুর রহমান মাসুদ (মানব
জমিন), দপ্তর ও পরিসম্পদ সম্পাদক তামিম সরদার (ইন্ডিপেডেন্ট টিভি ও আজকের পত্রিকা), সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক কুমার শুভ রায় (বাংলা ভিশন ও বিডি নিউজ ২৪ ), ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন (সাপ্তাহিক বলেশ্বর), তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক শেখ আবু মোঃ জুবায়ের জনি (সাপ্তাহিক পিরোজপুর বাণী) এবং নির্বাহী সদস্য মাহামুদ হোসেন (ইউএনবি), গৌতম নারায়ন রায় চৌধুরী (দৈনিক ঢাকা প্রতিদিন), এমএ রব্বানী ফিরোজ (দৈনিক খবর), আরিফ মোস্তফা (দৈনিক খোলা কাগজ ও বনিক বার্তা ), ফসিউল ইসলাম বাচ্চু (সমকাল ও চ্যানেল আই), জহিরুল হক টিটু (দৈনিক যায়যায় দিন ও নিউ নেশন), খালিদ আবু (আমাদের সময়), ওয়াহি হাসন বাবু (ইনকিলাব) ওকেএম হাবিবুর রহমান (ডেইলী স্টার ও ডিবিসি টিভি)।

Share Now

এই বিভাগের আরও খবর