বগুড়ায় হত্যা মামলার পালাতক আসামী র্যাবের হাতে আটক


শাহজাহান আলী,বগুড়া,জেলা প্রতিনিধিঃ বগুড়া শেরপুরের চাঞ্চল্যকর মিজানুর রহমান হত্যা মামলার এজাহার নামীয় অন্যতম আসামী আব্দুস সামাদকে(৫২) গ্রেফতার করেছে র্যাব-১২,বগুড়া।
রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া একটার দিকে র্যাব-১২, বগুড়া গোপন সংবাদ ভিত্তিতে জানতে পারে যে, মিজানুর রহমান হত্যা মামলার আসামী আব্দুস সামাদ শেরপুর থানাধীন তেতুলিয়া গ্রোমে জনৈক নুর আলম পান্না নামে তার এক আত্মীয়র বাড়িতে অবস্থান করছেন।
এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে আসামী আব্দুস সামাদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী আঃ সামাদ বগুড়ার শেরপুর থানাধীন ঢেপুয়া গ্রামের মৃত-আলতাব আলী মন্ডলের ছেলে। র্যাব-১২ বগুড়ার এএসপি, কোম্পানি কমান্ডার শামসুল ইসলামের স্বাক্ষরিত পাঠানো এক প্রেস রিলিজের মাধ্যমে এ সব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবের পাঠানো প্রেস রিলিজে উল্লেখ করা হয়, গত ১৭ অক্টবরে ভিকটিম মিজানুর রহমান তার লিজকৃত সরকারি জমির উপর খনন করা পুকুর হতে মাছে ধরাকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জেরে আসামীরা বাঁশের লাঠি, লোহার রড়, রামদাসহ ও আরও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দু’টি পিক-আপভ্যানে করে এসে ভিকটিম মিজানুল ইসলামকে মাছ ধরতে নিষেধ করে ও কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র দ্বারা মিজানুরকে পিটিয়ে হত্যা করে।
পরবর্তীতে ভিকটিম মিজানুরের মা বাদী হয়ে বগুড়া জেলার শেরপুর থানায় ১৭জন এজাহার নামীয় ও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার নং-০৫ তারিখ ১৭-০৮-২৪,ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩০২/৩০৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪’পেনাল কোড।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২,বগুড়া শেরপুর উপজেলার তেতুলিয়া গ্রামে আসামীর আত্মীয় জনৈক নুর আলম পান্নার বাড়িতে অভিযান পরিচালনা করে আব্দুস সামাদকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২, বগুড়ার এএসপি ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ শামসুল ইসলাম জানান, গ্রেফতারকৃত হত্যা মামলার পালাতক আসামী আব্দুস সামাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।