নারীদের স্বাবলম্বী করতে রংপুরে পিঠা মেলা

আপডেট: December 30, 2024 |
inbound5063765829911599684
print news

মাসফিকুল হাসান, রংপুর প্রতিনিধি: রংপুরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে ‘স্বাবলম্বী পিঠা মেলা’, যা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। ডব্লিউডিসিএ নামের একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আয়োজিত এই মেলায় অংশ নিয়েছেন ১৬ জন নারী। আলাদা আলাদা স্টলে ২৫ প্রকারের ঐতিহ্যবাহী পিঠা নিয়ে হাজির হয়েছেন তারা।

মেলার উদ্যোক্তারা জানিয়েছেন, নারীদের কর্মসংস্থান এবং স্বাবলম্বী করতে তাদের আয়ের পথ সুগম করাই এই মেলার মূল লক্ষ্য। মেলার মাধ্যমে দুস্থ নারীদের স্বনির্ভর জীবনের পথচলা শুরু করার জন্য উৎসাহ ও সহায়তা দেওয়া হচ্ছে।

ডব্লিউডিসিএ’র এক সদস্য বলেন, “গত বছর প্রথমবার এই মেলার আয়োজন করা হয়েছিল। সে সময় মেলার মাধ্যমে বেশ কয়েকজন নারী আর্থিকভাবে উপকৃত হয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই এবার দ্বিতীয়বারের মতো এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

মেলার একটি স্টলে কাজ করা নারী জানান, “এখানে কাজ করতে পেরে আমরা খুবই আনন্দিত। পিঠা বিক্রি করে যা আয় হবে, তা আমাদের স্বাবলম্বী হওয়ার পথে সাহায্য করবে।”

জানা গেছে, মেলার শেষ দিনে পিঠা তৈরির উপকরণ এবং বিক্রির লাভের পুরো অংশ সমানভাবে এই নারীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। উদ্যোক্তারা আশা করছেন, এ ধরনের মেলা নারীদের আর্থিক স্বচ্ছলতা অর্জনের পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে।

পিঠা মেলা নিয়ে রংপুরবাসীর আগ্রহও লক্ষ্যণীয়। প্রতিদিনই ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় বাড়ছে। মেলায় আসা এক ক্রেতা বলেন, “এখানকার পিঠাগুলো যেমন সুস্বাদু, তেমনি এখান থেকে কেনাকাটা করে আমরা নারীদের পাশে দাঁড়াতে পারি। এটি খুবই ভালো উদ্যোগ।”

স্বাবলম্বী পিঠা মেলা নারীদের জীবনে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Share Now

এই বিভাগের আরও খবর