শ্রেষ্ঠ মঞ্চ অভিনেত্রী অ্যাওয়ার্ড পেলেন জেরিন

আপডেট: December 30, 2024 |
imgonline com ua twotoone KRpICpn1enn
print news

গতকাল ২৯ ডিসেম্বর রবিবার সেগুনবাগিচার কেন্দ্রীয় কচিকাঁচার মিলনায়তনে কলের গান মাল্টিমিডিয়া প্রদান করে কলের গান নান্দনিক অ্যাওয়ার্ড -২০২৪। বিভিন্ন বিভাগে প্রদত্ত অ্যাওয়ার্ডে মঞ্চের শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে পুরষ্কার লাভ করেন মঞ্চের মহাতারেমা তথা বেগম সাহেবা খ্যাত অভিনেত্রী জেরিন কাশফী যিনি রুমা নামে সমাধিক খ্যাত। সময় সাংস্কৃতিক গোষ্ঠীর অন্যতম প্রধান অভিনেত্রীর পথনাটক এবং মঞ্চ নাটক মিলিয়ে অভিনেত্রী চরিত্র সংখ্যা অসংখ্য। অভিনেত্রী রুমার পথ নাটক গুলির মধ্যে রয়েছে একটি নবজাতক শিশু ও এবং কিন্তু, এখানে এখনো, জননী বিরঙ্গনা, গণরায়, মৃত্যুঞ্জয়ী মানুষেরা, লক্ষ প্রাণের মূল্য, যুদ্ধবাজ, রেফারি। মঞ্চ নাটকের মধ্যে আসমান তারা শাড়ি, বাবা তার্তুফ, বাজিমাৎ, একাত্তরের ক্ষুধিরাম, ভাগের মানুষ, শেষ সংলাপ, যযাতি সহ আরো অনেক। অসংখ্য নাটকে রূপদান করলেও মিসরীয় নাট্যকার তাওফিক আল হাকিমের ‘ সুলতানুজ জান্নাম ‘ অবলম্বনে সৈয়দ জামিল আহমেদ ও ম.সাইফুল আলম চৌধুরীর যৌথ অনুবাদে, আক্তারুজ্জামানের নির্দেশনায় শেষ সংলাপ নাটকের মহাতারেমা তথা বেগম সাহেবা চরিত্রটি তাকে মঞ্চের বেগম সাহেবা হিসাবে পরিচিতি পাইয়ে দেয়। নাটকে অনবদ্য অভিনয় গুলোর কারণে তিনি বিগত সময়ে একাধিক অ্যাওয়ার্ড ও সম্মাননা লাভ করেন। নাটক নিয়ে তিনি দেশ বিদেশে প্রায় পাঁচ শতাধিক মঞ্চাভিনয় করেন। পাশাপাশি নৃত্যের উপর দলগত ও একক উপস্থাপনা নিয়ে জাপান জার্মানের মতো একাধিক দেশে অংশ গ্রহণ করেন।

জমজমাট এই সম্মাননা প্রধান অনুষ্ঠানে মঞ্চ অভিনেত্রী জেরিন কাশফির পাশাপাশি চিত্রনায়ক ডি এ তায়েব – শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা, মোহাম্মদ নাসির উদ্দিন সুমন – চলচ্চিত্র অভিনেতা ও সঙ্গীত শিল্পী , মাহবুবা শাহরিন – শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজক, শ্রেষ্ঠ শিশু শিল্পী টুনটুনি – চলচ্চিত্র শিশু শিল্পী, তামান্না হক – শ্রেষ্ঠ প্লে ব্যাক শিল্পী সহ শিল্পাঙ্গনের আরো অনেক তারকা বৃন্দ সম্মাননায় ভূষিত হয়েছেন।

মঞ্চের এই গুণী অভিনয়শিল্পী বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তার পক্ষ হয়ে শ্রেষ্ঠ অভিনেত্রী কলের গান নান্দনিক অ্যাওয়ার্ড-২০২৪ গ্রহণ করেন তার বোনের ছেলে মাযহাব মোস্তাকিম আলিফ। অ্যাওয়ার্ড প্রাপ্তীর অনুভূতি জানতে চাইলে হোয়াটসঅ্যাপে অভিনেত্রী জেরিন কাশফী রুমা বলেন, ‘ যে দীর্ঘ পরিশ্রম – অনুশীলন আর নিমগ্নতা নিয়ে একে একটা নাটকের একেকটা চরিত্র চিত্রণ তারই সমষ্টিগত মূল্যায়নই এই অ্যাওয়ার্ড লাভ। সম্মানিত জুরি সদস্য এবং আয়োজক সংস্থার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। একটা আয়োজনকে ঘিরে সকলের এই যে আনন্দের উদযাপন সেই উদযাপন ঘিরে থাকে আমাদের প্রতিটি সন্ধ্যায় প্রতিটি মঞ্চায়নের চরিত্রের ব্যাঞ্জনায়। আমার অ্যাওয়ার্ড প্রাপ্তী আরও অসংখ্য চরিত্র চিত্রণের অনুপ্রেরক।’

Share Now

এই বিভাগের আরও খবর