বগুড়ার মোকামতলায় শহীদ মীর মুগ্ধ স্মৃতি মহিলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

আপডেট: January 4, 2025 |
inbound3617297697450745714
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় শহীদ মীর মুগ্ধ স্মৃতি মহিলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

০৩ জানুয়ারি (শুক্রবার) বেলা ৩টায় মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে মোকামতলা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করেন ঢাকা জেলা নারী ফুটবল দল ও দিনাজপুর নারী ফুটবল দল।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দুটি দলেই ১-১ গোল করলে পরে খেলাটি ট্রাইবেকারে যায়।ঢাকা জেলা নারী ফুটবল দল ট্রাইবেকারে ৫-৪ গোলে দিনাজপুর নারী ফুটবল দলকে পরাজিত করে বিজয় অর্জন করে।

inbound8441596901195922429

খেলায় প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর শাহে আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান, শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব।

উক্ত খেলায় আমন্ত্রিত অতিথি ছিলেন মীর শাহে আলমের সহধর্মিনী মীর লাবনী, তার কণ্যা মীর সামারা সুনাত, মোকামতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা আক্তার, শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান।

মোকামতলা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বিপ্লব প্রামাণিকের সভাপতিত্বে আয়োজিত খেলায় উপস্থিত ছিলেন, মোকামতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি নুরে আলম তালুকদার মামুন, সাধারণ সম্পাদক রোকনু-দ্দৌলা রুবেল, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ সাবু, ক্রীড়া ব্যক্তিত্ব রুহুল আমিন ফটু, উপজেলা মহিলা দলের সভাপতি মিনারা বেগম, সাবেক চেয়ারম্যান মোকলেছার রহমান খলিফাসহ বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল, তাতীদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

খেলায় ম্যান অফ-দ্যা ম্যাচ নির্বাচিত হন দিনাজপুর জেলা দলের জারমিন ও শ্রেষ্ঠ গোলরক্ষক নির্বাচিত হয় দিনাজপুর জেলা দলের আশা।

খেলা পরিচালনা করেন জাহিদুল ইসলাম। তাকে সহযোগীতা করেন শফি মাহমুদ ও আব্দুল মান্নান। খেলায় ধারাবিবরনী দেন ভাষ্যকার রফিকুল ইসলাম। উক্ত খেলা দশ হাজারের বেশি দর্শক উপভোগ করে।

Share Now

এই বিভাগের আরও খবর