জ্বর ও শরীর ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মুশফিক আর ফারহান

আপডেট: January 4, 2025 |
boishakhinews 17
print news

অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ছোটপর্দার বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। শুক্রবার রাতে তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয়ে। তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা দীপু হাজরা।

দীপু হাজরা গণমাধ্যমে বলেন, “শুক্রবার (৩ জানুয়ারি) নাটকের শুটিংসেটে ফারহান হঠাৎ জ্বর ও শরীর ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়ে। তাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানকার চিকিৎসায় সন্তুষ্ট না হয়ে তিনি রাজধানীর অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।”

চিকিৎসকের বরাত দিয়ে নির্মাতা দীপু হাজরা জানান, বড় ধরনের বিপদ এড়াতে আইসিইউতে রেখে তার চিকিৎসা চলছে। এখন তার অবস্থা অনেকটা ভালো। দুই এক দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা হবে বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) এই অভিনেতার একটি নাটকের শুটিং ছিল কিন্তু অসুস্থতার কারণে সাফা কবিরের সঙ্গে সেই শুটিং বাতিল করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর