মান্দায় বিএমডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলীর বদলী চেয়ে কৃষকদের অবস্থান কর্মসূচি

আপডেট: January 5, 2025 |
inbound284833238682454614
print news

আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের স্বৈরাচার, ঘোষখোর ও দূর্নীতিবাজ সহকারি প্রকৌশলী এস.এম. মিজানুর রহমানের বদলী চেয়ে ঘন্টাব্যাপি অবস্থান কর্মসূচি পালন করেছে কৃষকেরা।

রবিবার সকালে উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ অফিসের সামনে তার বদলী চেয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

এসময় মান্দা উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামিম বলেন, উপজেলার ১৪ টি ইউনিয়নে গভীর নলকুপের অপারেটর নিয়োগ ও সেচ্ছাচারিতার মাধ্যমে আ.লীগের লোকজনকে নিয়োগ দিয়ে ১০ লক্ষাধিক টাকার নিয়োগ বানিজ্য করেছেন।

তিনি বগুড়ার ছোল পরিচয় দিয়ে প্রভাব প্রতিপত্তি বিস্তার করে এসব অপকর্ম করে চলেছেন। তিনি একজন আ.লীগের দোসর আওয়ামীলীগের সময় তিনি এই চেয়ারে বসেছেন। তাকে দালাল মন্তব্য করে তার দ্রুত বদলী চেয়েছেন তারা।

প্রকৌশলীকে কঠোর হুশিয়ারী দিয়ে কৃষকরা বলেন,এক সপ্তাহের মধ্যে তার বদলী করতে হবে অন্যথায় তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিবো আমরা।

মান্দা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান রিপু বলেন,গভীর নলকূপের অপারেটর নিয়োগে অনিয়ম করে ১ সপ্তাহ ধরে তিনি অফিসে তালা মেরে পালিয়ে আছেন।

অনিয়মের মূলহোতা দূর্নীতিবাজ প্রকৌশলীকে আর আমরা দেখতে চাই না। অচিরেই তার বদলী দিয়ে অপারেটর পূনরায় নিয়োগ দেওয়ার দাবি জানান।

এব্যাপারে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ’র) পালাতক সহকারি প্রকৌশলী এস.এম মিজানুর রহমানের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া গেছে।

Share Now

এই বিভাগের আরও খবর