লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, নগদ অর্থ জরিমানাসহ ভাঙলেন টিনের চিমনি!

আপডেট: January 5, 2025 |
inbound6031501634211902432
print news

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটায় জেলা প্রশাসন ও পরিবেশের যৌথ অভিযানে নগদ অর্থ জরিমানাসহ ভাটার টিনের চিমনি ভেঙে দেয়া হয়।

ঈদ প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০১৯ অনুযায়ী ইট ভাটার বিরুদ্ধে জরিমানা ও মেসার্স এসকেবি ছাতার ব্রিকস, মেসার্স আদর্শ ব্রিকস, মেসার্স আলী ব্রিকস এর চিমনি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।

পাশাপাশি এসকেবি ব্রিকসকে এক লাখ টাকা, মেসার্স আদর্শ ব্রিকসকে ২ লাখ টাকা ও মেসার্স আলী ব্রিকসকে ২ লাখ টাকাসহ মোট পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় দুইটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি ও একটি ইট ভাটায় রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন অভিযান পরিচালনা করেন।

লক্ষ্মীপুর পরিবেশের সহকারি পরিচালক হারুনুর রশিদ পাঠান, লক্ষ্মীপুর পরিবেশন অধিদপ্তরের মোবাইল কোর্ট প্রসিকিউশন পরিদর্শক মোজাম্মেল হোসেন টিপু, রামগতি থানা পুলিশ, সেনাবাহিনীর রামগতি ইউনিট ও ফায়ার সার্ভিস উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি বলেন-‘অবৈধ ইট ভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। অবৈধ ইটবাটার বিষয়ে এক চুলও ছাড় দেওয়ার নয়।’

Share Now

এই বিভাগের আরও খবর