বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থী বহিষ্কার

আপডেট: January 5, 2025 |
inbound4034437938249589615
print news

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৭১ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।

উপাচার্য জানান, দুই সেমিস্টারের জন্য ৩৩ জন শিক্ষার্থী এবং এক সেমিস্টারের জন্য ২৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি সাবেক ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ড. শওকাত আলী আরও জানান, ছাত্রসংসদ নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর নির্বাচন আয়োজন করা হবে না।

এই বহিষ্কারের সিদ্ধান্ত বৈষম্যবিরোধী আন্দোলন এবং আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্তের ভিত্তিতে নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

Share Now

এই বিভাগের আরও খবর