অঞ্জনা আপা খুব আদর করতেন আমাকে : ঋতুপর্ণা সেনগুপ্ত

আপডেট: January 5, 2025 |
boishakhinews 24
print news

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত স্বর্ণালী যুগের নায়িকা অঞ্জনা রহমান গত ৪ জানুয়ারি মধ্যরাতে না ফেরার দেশে চলে যান। তার প্রস্থানে শোকাহত বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গন। যার রেশ পড়েছে ওপার বাংলায়ও। শোক জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রতারকা ঋতুপর্ণা সেনগুপ্ত।
ভারতীয় একটি গণমাধ্যমে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “আমি খুব দুঃখিত। অনেক বড় মানের শিল্পী এবং বড় মাপের মানুষ ছিলেন তিনি। খুব আদর করতেন আমাকে। কিছুদিন আগেও একটি সাংবাদিক সম্মেলনে ঢাকাতে উনি আমার কত প্রশংসা ও আদর করলেন। আমাকে নিয়ে ছবি তুললেন। বললেন, ইয়্যু আর দ্য বেস্ট ঋতু!”

প্রয়াত অঞ্জনা রহমানের আত্মার শান্তি কামনা করে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “মনটা খুব খারাপ হয়ে গেল। এক মাস আগেই আমার মাকে হারালাম। তারপর কত প্রিয় মানুষেরা চলে গেলেন। উনার পরিবারকে আমার সমবেদনা। খুব ভালো থেকো; যেখানেই থাকো অঞ্জনা আপা। তোমার আত্মার শান্তি কামনা করি।”

সত্তরের দশকে চলচ্চিত্রে পা রাখেন অঞ্জনা। তার অভিনীত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে— ‘দস্যু বনহুর’, ‘অশিক্ষিত’, ‘চোখের মণি’, ‘অভিযান’, ‘রাজার রাজা’, ‘নাগিণা’, ‘জিঞ্জির’ ইত্যাদি।

Share Now

এই বিভাগের আরও খবর