গোল্ডেন গ্লোবের ৮২তম আসর সঞ্চালনা করবেন অভিনেত্রী নিকি গ্লেজার

আপডেট: January 6, 2025 |
boishakhinews 29
print news

খোলামেলা বক্তব্য, হাস্যরস এবং তীক্ষ্ণ বুদ্ধির জন্য পরিচিত আমেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান, অভিনেত্রী ও সঞ্চালক নিকি গ্লেজার। ২০২৫ সালের গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। বাংলাদেশ সময় আজ ভোরেই অনুষ্ঠিত হয়েছে গোল্ডেন গ্লোবের ৮২তম আসর। আর এককভাবে সেটার সঞ্চালনা করেছেন নিকি।

পুরস্কারটির ইতিহাসে এই প্রথম কোনো নারী এককভাবে গোল্ডেন গ্লোবের সঞ্চালনা করলেন।

এই অবস্থানে আসতে নিকিকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ দুই যুগ। ১৮ বছর বয়স থেকে করে আসছেন স্ট্যান্ডআপ কমেডি। পাশাপাশি অভিনয়েও দেখিয়েছেন নিজের প্রতিভা।‘ট্রেইনরেক’, ‘আই ফিল প্রিটি’ সিনেমা কিংবা ‘ইনসাইড আর্মি’ ও ‘স্কামার’-এর মতো সিরিজেও দেখা গেছে তাঁকে।
গোল্ডেন গ্লোব সঞ্চালনার আগে ভ্যারাইটির সাক্ষাৎকারে নিকি বলেন, ‘আমি একদম প্রস্তুত। আমি জানি, দুর্দান্ত একটি অনুষ্ঠান হতে যাচ্ছে।’ পুরস্কারে মনোনয়ন পাওয়া বেশ কিছু ছবিও দেখেছেন নিকি।এর মধ্যে ‘কনক্লেভ’ তাঁর মনে ধরেছে। তবে যে ছবি ঘিরে অধিক সম্ভাবনা, সেই ‘এমিলিয়া পেরেজ’ দেখে মোটেও সন্তুষ্ট হতে পারেননি নিকি। তিনি বলেন, “কনক্লেভ’ আমি দুইবার দেখেছি। দুর্দান্ত লেগেছে ছবিটি। আমার পুরো জীবনে দেখা অন্যতম সেরা ছবি এটি।এমিলিয়া পেরেজ’ও দেখেছি, কিন্তু এটাও বুঝতে পারিনি, আমি আসলে কী দেখছি!”

মজার ব্যাপার হলো, এবারের গোল্ডেন গ্লোবের মনোনয়ন তালিকায়ও আছেন নিকি। সেরা স্ট্যান্ড-আপ কমেডি পারফরম্যান্স বিভাগে এইচবিওর ‘নিকি গ্লেজার : সামডে ইউ উইল ফিল ডাই’-এর জন্য মনোনয়ন পেয়েছেন তিনি।

 

Share Now

এই বিভাগের আরও খবর