ফেনীতে কথার কাটাকাটির জেরে বাড়িতে হামলা!


ফেনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলা ও নগদ অর্থ লুট করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ফেনীর পৌরসভার বাসিন্দা সোহাগ হোসেন নামে এক ব্যক্তি বুধবার থানায় অভিযোগ করেছেন।
অভিযোগপত্র থেকে জানা গেছে, স্থানীয় বাসিন্দা জহির উদ্দিন হারুন নামে এক প্রভাবশালীর সাথে সাধারন কথার কাটাকাটি হয়। এর পর অভিযুক্ত হারুন বেলা ১২ টার দিকে কিছু লোকজন নিয়ে তার বসতবাড়িতে এসে আকস্মিক হামলা চালায়। এসময় তার স্ত্রী ও শিশুদের মারধর করে।
অভিযোগে আরও বাদি উল্লেখ করেন,স্থানীয় জহির উদ্দিন হারুন লোহার চেইন নিয়ে আমার মাথায় হত্যার উদ্দেশ্যে বাড়ি দিয়ে থেতলানো, রক্তাক্ত জখম করিয়াছে,৩,৪, ও অজ্ঞাত নামা আসামীগন আমাদেরকে কিল ঘুষি ও লাথি মেরে আমাদের শরীরের বিভিন্ন স্থানে ফুলা ব্যাথা যুক্ত জখম করিয়াছে।অভিযোগ পত্রে উল্লেখিত ৩নং বিবাদী ১নং স্বাক্ষীকে মারধর করেছে, অভিযুক্তরা আমার স্ত্রীর ডান হাতে গুরুতর জখম করিয়াছে। উপস্থিত সন্ত্রাসীরা আসামীগন আমার সাথে থাকা নগদ ১৭০০০/-টাকা নিয়া যায়, ১নং আসামী আমার বাম হাতের আংগুলে থাকা স্বর্নের ৮ আনা ওজনের স্বর্নের আংটি ও স্ত্রীর হাতে থাকা স্বর্ণের ব্যাসলেট ওজন ৮ আনার মূল্য ৬০০০০/-টাকার নিয়া যায়, ৪নং বিবাদী আমার মোবাইল নিয়ে যায়। আমাদের বাসার মালামাল ভাংচুর করিয়া অনুমান ২০০০০টাকার ক্ষতিগ্রস্থ করিয়াছে।। আমাদের শৌর চিৎকারে লোকজন এগিয়ে আসিতে থাকিলে, উক্ত আসামীগন আমাদেরকে পুনঃরায় মারধর খুন হত্য ও প্রান নাশ করিবে ও মারিয়া লাশতম করিবে ও মিথ্যা মামলায় জড়াইবে বলিয়া হুমকি দিয়াছে এবং প্রানে বাঁচতে হলে আসামীদেরকে ৩,০০,০০০ টাকা চাঁদা দিতে হইবে বলিয়া উক্ত চাঁদা দাবী করিয়াছে ৪নং বিবাদী আমাকে এলাকা ত্যাগ করতে বলেছে এবং আমার ফ্ল্যাট দখল করিবে ও সে এই ভাবে আরো ১৭টি ফ্যাট দখল করেছে এবং আমাকে খুন করিলে তাহার কিছু হবে না বলিয়াছে ও খুন করিবে বলিয়া হুমকি দিয়াছে।
এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভুগী মোঃ সোহাগ বলেন, আমার পরিবারের উপর এমন অতর্কিত হামলার বিচার আমি চাই। আমার পরিবার এখন খুব আতঙ্কে দিন কাটাচ্ছে। সেই সাথে আমার ছোট সন্তান ট্রমা কাটাতে পারছে না। আমি এখন আইনের দ্বারস্থ হয়েছি । আমার আর কোন উপায় নেই।