ভালোবাসা দিবসের নাটকে পড়শী ও তৌসিফ

আপডেট: January 24, 2025 |
boishakhinews 45
print news

গানের পাশাপাশি অভিনয়েও অভিষেক হয়েছে সংগীতশিল্পী সাবরিনা পড়শীর। চলচ্চিত্র ও টিভি নাটক— দুই মাধ্যমে অভিনয় করছেন। জুটি বেঁধেছেন তারকা অভিনেতাদের সঙ্গে।

ভালোবাসা দিবস উপলক্ষে একটি একক নাটকে অভিনয় করছেন পড়শী। এ নাটকে তার নায়ক হিসেবে অভিনয় করছেন তৌসিফ মাহবুব। প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন পড়শী-তৌসিফ। ‘মনেরই রঙে রাঙিয়ে’ শিরোনামের নাটকটি নির্মাণ করছেন কে এম সোহাগ রানা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) থেকে সিলেটের জাফলংয়ে নাটকটির শুটিং শুরু হয়েছে। দৃশ্যধারণের কাজ চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। গল্পের প্রয়োজনে জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্যে শুটিং হচ্ছে।

এ নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক কে এম সোহাগ রানা বলেন, “যেহেতু ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি বানাচ্ছি, সেক্ষেত্রে প্রেমের গল্প তো বটেই। একইসঙ্গে এটি প্রেম জেগে ওঠার গল্প।”

কেবল অভিনয় নয়, ‘মনের রঙে রাঙিয়ে’ নাটকের জন্য একটি গানও গেয়েছেন পড়শী। গানটিতে দ্বৈতভাবে গেয়েছেন আরফিন রুমি ও পড়শী। গানটি রচনা ও সুর করেছেন রুমি।

নাটকটিতে আরো অভিনয় করছেন— এমএনইউ রাজু, মাহমুদুল ইসলাম মিঠু, সাদনিমা প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ ফেব্রুয়ারি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।

 

Share Now

এই বিভাগের আরও খবর