জয়পুরহাটে সেরাকণ্ঠ ফাইনাল রাউন্ড প্রতিযোগিতার  সমাপনী ও পুরষ্কার বিতরণ

আপডেট: January 28, 2025 |
inbound8359650178187544443
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে  জয়পুরহাটে সেরাকণ্ঠ ফাইনাল রাউন্ড ও গ্রান্ড ফাইনাল  প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।

‘গানে গানে সুরে সুরে, আওয়াজ তোলো প্রাণে প্রাণে’ এই প্রতিপাদ্য নিয়ে সোমবার রাত ১০ টায় শহরের সার্কিট হাউজ মাঠে এ প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ  করেন জয়পুরহাট  জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।

এই অনুষ্ঠানে  বিচারকের দায়িত্ব পালন করেছেন একুশে পদকপ্রাপ্ত  দেশবরেণ্য সংগীত শিল্পী জয়পুরহাটের কৃতি সন্তান খুরশিদ আলম, ফাহমিদা নবী এবং মিঠু হাসান।

জেলার ৫টি উপজেলার ৩ হাজার প্রতিযোগীর মধ্য থেকে সাত মাসের লড়াই শেষে ক-বিভাগে উঠে আসে মোহন, আকাশ মন্ডল, অনুপ কুমার মালী, শামীম রেজা রিফাত, সুদিপ্ত সরকার অংকিত।

চ্যাম্পিয়ন হয়েছেন ক্ষেতলাল উপজেলার মোহন।  খ-বিভাগে উঠে আসে হাফিজুর রহমান, কনিকা দেবনাথ, মাহমুদুন নবী সনি, রেজাউল ইসলাম, মোমিনুর রহমান। চ্যাম্পিয়ন হয়েছেন আক্কেলপুর উপজেলার হাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, (রাজস্ব) সবুর আলী, (শিক্ষা ও আইসিটি)  তৃপ্তি কণা মন্ডল, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, আব্দুর রউফ, উজ্জ্বল বাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী জানান, ‘জয়পুরহাট জেলার প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিভা রয়েছে, যারা সুযোগের অভাবে তাদের প্রতিভা প্রকাশ করার সুযোগ পান না।

এজন্য জেলার ৩২টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভা খুঁজে বের করে আনার জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ক ও খ বিভাগের চ্যাম্পিয়নরা পেয়েছেন  ৫০ হাজার টাকা ও  ট্রফি, ১ ম রানার্স আপরা  ৩০ হাজার টাকা ও ট্রফি ২য় রানার্স আপরা ২০ হাজার টাকা ও ট্রফি এবং চতুর্থ ও পঞ্চম ১০ হাজার টাকা। সেই সাথে প্রত্যক জন সনদ পেয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর