বগুড়ায় ১৬ মাসের কন্যা শিশুকে হত্যার অভিযোগে বাবার যাবজ্জীবন

আপডেট: January 28, 2025 |
inbound6643634085707525334
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ১৬ মাস বয়সী শিশু কন্যা হুমায়রা খাতুনকে হত্যার দায়ে বাবা জাকির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সেই সাথে তাকে ২০ (বিশ) হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড আদেশ দিয়েছে আদালত।

২৮ জানুয়ারি (মঙ্গলবার) বগুড়ার প্রথম অতিরিক্ত দাশরা জজ ইফতেখার আহমেদ এই রায় দেন।

দন্ডিত জাকির হোসেন বগুড়ার শেরপুর উপজেলাধীন উচুলবাড়িয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।এসব তথ্য নিশিত করেছে রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আরাফাত খাতুন নীলা।

মামলার বিবরণে জানা যায়, জাকির হোসেনের আগের একটি মেয়ে সন্তান রয়েছে।

পরে আরও একটি মেয়ে হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর রাতে ১৬ মাসের শিশু মেয়ে হুমায়রা খাতুনকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে গলা টিপে হত্যা করে পাশের এক ডোবার পানিতে ফেলে দেয়।

পরে তার স্ত্রী রাবেয়া খাতুন মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কোনো সদুত্তর দিতে পারেনি।

বাড়ির লোকজন জাকিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তিনি মেয়েকে হত্যা করার কথা স্বীকার করে দেন বিজ্ঞ আদালত।

Share Now

এই বিভাগের আরও খবর