বরিশালের ১৫ রুটে বাস চলাচল বন্ধ

আপডেট: January 29, 2025 |
inbound6942469956296845964
print news

নিরাপত্তার অজুহাত দেখিয়ে কাজে যোগ না দিয়ে বরিশালের ১৫ রুটে বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা।

আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা থেকে নগরের রুপাতলী বাস টার্মিনাল থেকে পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলার বিভিন্ন রুটসহ খুলনা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি সকালে নিশ্চিত করেন ঝালকাঠি বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।

তিনি জানান, বিভিন্ন সময় বাস ভাড়া নিয়ে সমস্যা হওয়াসহ বিভিন্ন কারণে শ্রমিকদের মারধর ও বাস ভাঙচুর করা হয়। এর ফলে শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তাই তারা কাজে যোগ না দেয়ায় বরিশালের ১৫টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

রুপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী জানান, শুধু রুপাতলী নয়, বরিশাল বিভাগের ছয় জেলায় বাস চলাচল বন্ধ রয়েছে।

যদিও কী কারণে বন্ধ রয়েছে এ বিষয়ে বিস্তারিত না জানিয়ে তিনি বলেন, মঙ্গলবার (২৮ জানুয়ারি) শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। কিন্তু গণমাধ্যম সে বিষয়টি তুলে না ধরে শ্রমিকদের বিপক্ষেই সংবাদ প্রচার করেছে। যে বিষয়টি কোনোভাবেই কাম্য নয়।

মঙ্গলবার বিকেলে রূপাতলী এলাকায় একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বাস ভাঙচুরের ঘটনা ঘটে। শ্রমিকদের দাবি বাস ভাঙচুরের সময় শ্রমিকদের মারধর করা হয়েছে। তারা নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে ধর্মঘট শুরু করে।

শ্রমিকরা জানিয়েছে, বিভিন্ন সময় শ্রমিকদের মারধর করা, বাস ভাঙচুর করা হচ্ছে। এমনভাবে সড়কে বাস চলানো তাদের জন্য আতঙ্কের। তাই যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবেন।

ধর্মঘটের কারণে বিপাকে পরেছে দূর-দূরান্তের যাত্রীরা। সকাল থেকে বাসস্ট্যান্ডে এসে বাস না পাওয়ায় বিকল্পভাবে গন্তব্যে যেতে হচ্ছে তাদের।

আর এ সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে সিএনজি, মাহিন্দ্রা ও অটোরিকশাচালকদের বিরুদ্ধে। দ্রুত বিষয়টি সমাধান না করলে দুর্ভোগ আরও বাড়বে।

Share Now

এই বিভাগের আরও খবর