দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ২০

আপডেট: January 30, 2025 |
inbound4288219457946915943
print news

দক্ষিণ সুদানের ইউনিটি অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে রাজধানী জুবার উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরেই উত্তরাঞ্চলীয় ইউনিটি স্টেটের তেলক্ষেত্রের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। নিহতরা সবাই তেলখনিতে কাজ করতেন বলে জানা গেছে।

দেশটির কর্মকর্তাদের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, দেশটির ইউনিটি স্টেটে তেল শ্রমিকদের বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। এতে ২০ জন নিহত হন। দেশটির একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানান। বিমানটিতে ক্রু ও যাত্রীসহ মোট ২১ আরোহী ছিলেন।

ইউনিটি স্টেটের তথ্যমন্ত্রী গ্যাটওয়েচ বিপাল জানিয়েছেন, বুধবার সকালে রাজধানী জুবা যাওয়ার সময় ইউনিটি তেলক্ষেত্র বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়।

বিপাল বলেন, যাত্রীরা গ্রেটার পাইওনিয়ার অপারেটিং কোম্পানির (জিপিওসি) তেল শ্রমিক ছিলেন। কোম্পানিটি চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন নাইল পেট্রোলিয়াম করপোরেশনের সহযোগিতায় গঠিত হয়ে কাজ করছে।

তিনি বলেন, নিহতদের মধ্যে দুজন চীনা নাগরিক এবং একজন ভারতীয় রয়েছেন।

বিপাল দুর্ঘটনার কারণ সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেননি। গণমাধ্যমের প্রতিবেদনে প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৮ জন বলে জানানো হলেও বিপাল পরে রয়টার্সকে জানিয়েছেন, বেঁচে যাওয়া দুজন মারা গেছেন। এখন বাকি একজন বেঁচে আছেন। তার চিকিৎসা চলছে।

সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে রাজধানী জুবা থেকে যাত্রী বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হলে কমপক্ষে ১৯ জন নিহত হন।

২০১৫ সালে রাজধানী জুবার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর যাত্রীদের নিয়ে রাশিয়া নির্মিত একটি কার্গো বিমান বিধ্বস্ত হলে কয়েক ডজন মানুষ নিহত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর