কামরাঙ্গীরচরের রেস্টুরেন্টে ইলেকট্রিসিটি সমস্যা ছিল : অপু বিশ্বাস

আপডেট: January 30, 2025 |
boishakhinews 58
print news

রেস্টুরেন্ট উদ্বোধনে সাম্প্রতিক সময়ে একের পর এক বাধার মুখে পড়ছেন ঢাকাই শোবিজের শিল্পীরা। মেহজাবীন, পরীমনির পর সম্প্রতি রাজধানীর কামরাঙ্গীরচরে এক রেস্টুরেন্ট উদ্বোধনে একই ঘটনার শিকার হন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আর তা নিয়ে এখন সামাজিক যোগাযগ মাধ্যম বেশ উত্তাল।

তবে রেস্টুরেন্ট উদ্বোধনে অপু বিশ্বাসকে বাধা দেওয়া হয়েছে বলে যে খবর, তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন নায়িকা।

সেই সঙ্গে জানালেন, ওই রেস্টুরেন্ট কর্তৃপক্ষের চাহিদা ছিল একটি ভিডিও বার্তা।
ঢাকার কামরাঙ্গীচরের ঘটনায় জানা গেছে ‘সোনার থালা’ নামে একটি রেস্টুরেন্ট উদ্বোধন করার কথা ছিল অপু বিশ্বাসের। স্থানীয় ‘মুসল্লি’রা বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে কামরাঙ্গীচর থানায় গিয়ে অভিযোগ জানান। এরপর পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই সেই রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়।

এ প্রসঙ্গে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম গণমাধ্যমে বলেন, ‘একটি রেস্টুরেন্ট উদ্বোধন করতে অপু বিশ্বাসের আসার কথা ছিল। তিনি সময়মতো আসেননি। এ জন্য আমি ও রেস্টুরেন্ট মালিক মিলেই উদ্বোধন করেছি।’

তবে অপু বিশ্বাস কেন অনুষ্ঠানে যাননি, এমন প্রশ্নে অপু বিশ্বাস বলেন, ‘মালিকপক্ষ থেকে যোগাযোগ করে বলল, আপু, টাইম শেষ।
আপনি একটা সুন্দর ভিডিও পাঠিয়ে দিন।’ কিন্তু কেন, পাল্টা প্রশ্নে অপু জানান, ‘তাদের ইলেকট্রিসিটি সমস্যা ছিল।’

Share Now

এই বিভাগের আরও খবর