সালমান খান আমিশা পাটেলের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে

আপডেট: January 31, 2025 |
boishakhinews 59
print news

 

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান বহু অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ালেও ছাঁদনাতলা পর্যন্ত পৌঁছাননি। যদিও তার ভক্তদের আশা, বিয়ে করবেন ভাইজান।

এরমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করল, পাত্রী কি আমিশা পাটেল? সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রীর বিয়ে প্রসঙ্গ ওঠলে অনুরাগীদের সঙ্গে নিজের ইচ্ছের কথা জানান আমিশা। তার পরেই এই দুজনের বিয়ে হচ্ছে কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে।

যেহেতু সালমান ও আমিশা দু’জনেই এখনও অবিবাহিত। তা হলে কি এই দুই বলি তারকার গাঁটছড়া বাঁধার কোনও সম্ভাবনা রয়েছে, মজার ছলেই এমন প্রশ্ন আসে এক অনুরাগীর কাছ থেকে।

সেই প্রসঙ্গে আমিশা পাটেল সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন, “ভক্তদের আবদার, ‘সালমান খুবই যোগ্য। আপনিও উপযুক্ত।

আপনি দেখতেও সুন্দর। সুন্দর সন্তানের জন্ম দেওয়ার জন্য আপনাদের বিয়ে করা উচিত’।
এসব শুনে আমি ভাবলাম, এ তো দারুণ! কারণ এমনিতেও দেখতে সুন্দর মানুষদের একসঙ্গে দেখতে পছন্দ করেন সবাই। ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবির পরে আমাকে আর হৃত্বিককে সবাই একসঙ্গে দেখতে চেয়েছিলেন।

হৃত্বিক তার বিয়ের কথা ঘোষণা করতেই সবার মন ভেঙেছিল। কেউ মেনে নিতে পারছিল না।”
এর আগেও এক অনুরাগী এক অনুষ্ঠানে আমিশাকে সরাসরি বলেছিলেন, সালমান খানকে তার বিয়ে করা উচিত। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, “সালমান এখনও বিয়ে করেননি। আমিও অবিবাহিত।

তাই আপনি মনে করছেন, আমাদের বিয়ে করে নেওয়া উচিত।
এরপর অনুরাগীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে অভিনেত্রী জানতে চাইলেন, আপনারা কী চান, আমরা বিয়ে করি না কি একসঙ্গে ছবিতে জুটি বাঁধি?”

সেদিনই মজা করে অভিনেত্রী বলেছিলেন, তিনি বিয়ে করতে চান। কিন্তু মনের মতো পাত্র পাচ্ছেন না। আমিশা বলেছিলেন, “আমি তো বিয়ের জন্য কবে থেকেই প্রস্তুত। ছেলে খুঁজে পাচ্ছি না।”

সালমান খান ও আমিশা পাটেলকে সর্বশেষ দেখা গেছে ২০০২ সালে, ডেভিড ধওয়ান পরিচালিত ‘ইয়ে হ্যায় জলওয়া’ সিনেমাতে।

Share Now

এই বিভাগের আরও খবর