বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট: January 31, 2025 |
inbound7765962803811852528
print news

তরিকুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের সমন্বয়ক আখ্যা দিয়ে মেসে প্রবেশ করে স্থানীয় সন্ত্রাসী কর্তৃক হামলা চালায়।

এতে ৮ শিক্ষার্থীকে গুরুতর আহত হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের মসজিদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের লিপুজ চত্বর, নিউমার্কেট ও মেইন গেট চত্বর প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা, ” সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও,” আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব দে,” ছাত্রলীগের আস্তানা, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও “,” ছাত্রলীগ জঙ্গি, শেখ হাসিনার সঙ্গী ” সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে ম্যানেজমেন্ট বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্ত বলেন,” আমরা সাম্প্রতিক সময়ে দেখছি গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা হচ্ছে।

এখানকার স্থানীয় ইজিবাইক চালক, রিক্সা চালক, বাড়ির মালিক, দোকানদার থেকে শুরু করে অধিকাংশ মানুষ আমাদের সাথে খারাপ আচরণ করে।

এখন তারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দেখলেই সমন্বয়ক ট্যাগ দিয়ে হামলা করে। তারই অংশ হিসেবে গতকাল ৮ জন শিক্ষার্থীকে সমন্বয়ক আখ্যা দিয়ে বর্বর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। আমরা এই ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।”

শিক্ষার্থীদের ওপর হামলার দ্রুত বিচার দাবি জানিয়ে পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু দারদা বলেন, ” আমাদের ভাইদের ওপর স্থানীয় কিছু সন্ত্রাসী হামলা চালিয়েছে।

আমরা মনে করি এই কাজটি প্রকৃত আওয়ামী ফ্যাসিস্টরাই এই কাজটি করেছে। এই ঘটনায় একজন সন্ত্রাসীকে কেবল গ্রেফতার করা হয়েছে।

আমরা একজন নই সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতারের দাবি জানায়। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই আমরা আপনাদের আশ্বাসের উপর আস্থা রাখতে পারছি না।

ইতিপূর্বে আমাদের ভাইদের ওপর যে হামলা হয়েছে তার বিচার করতে পারেনি প্রশাসন। তাই প্রশাসনের শক্তিশালী পদক্ষেপ দেখতে চাই।”

এছাড়াও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সকল শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা সহ নারীদের জন্য শতভাগ হলে সিট বরাদ্দের দাবি জানান তিনি।

উল্লেখ্য গতকাল (৩০ জানুয়ারী) রাত আনুমানিক ৮ টার দিকে স্থানীয় সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ক আখ্যা দিয়ে গালিগালাজ শুরু করে এবং মারধর করে।এতে ৮ জন আহত হয়।

তৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সদর থানায় উপস্থিত হলে পুলিশ হামলাকারীদের মধ্যে একজনকে গ্রেফতার করে।

Share Now

এই বিভাগের আরও খবর