জয়পুরহাট সদর থানার ওসির বদলির প্রতিবাদে স্থানীয় ছাত্র-জনতার মানববন্ধন

আপডেট: February 2, 2025 |
inbound2507148078302555716
print news

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন এর হঠাৎ বদলির প্রতিবাদে শহরের একমাত্র প্রধাণ সড়ক অবরোধ করে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় ছাত্র-জনতা।

জয়পুরহাট জেলাবাসীর আয়োজনে রোববার দুপুরে  “আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার ঘৃন্য চক্রান্ত রুখে দাও, “ভীতিকর এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি ঘৃন্য চক্রান্তের বিরুদ্ধে” সম্বলিত ব্যানারে এই বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এখানকার আইন শৃংখলা স্বাভাবিক রাখতে বর্তমান ওসি পুনর্বহালের দাবি জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, ৫ আগষ্টের পর দায়িত্ব নেওয়ার পর থেকে পারিবারিক কলোহসহ বিভিন্ন ঘটনায় মামলা না করে থানায় নিষ্পত্তি, মাদক ব্যবস্যা নিয়ন্ত্রণে যথেষ্ট ভূমিকা, হত্যা মামলার আসামি আ.লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে আটক, চুরি, ডাকাতি, ছিনতাই এবং খুন রহস্য অতি দ্রুত উদঘাটন ও আসামি গ্রেফতার, গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ রাতদিন ২৪ ঘণ্টা যেকোন প্রয়োজনে তার কাছ থেকে সঠিক পরামর্শ ও সুষ্ঠু সমাধান দিয়ে জনগণের মাঝে স্বস্থি ফিরে এনে সকল মহলে প্রশংসিত হয়েছেন।

সুতরাং তার বদলির আদেশ প্রত্যাহার পূর্বক তাকে পুনর্বহাল করতে হবে এটা জয়পুরহাট জেলাবাসীর দাবি। এর ব্যতই ঘটলে কঠোর আন্দোলন করা হবে।

এ সময় জরুরী পরিসেবায় নিয়োজিত পরিবহন ব্যতিত সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং তাদের আশ্বাসসে বিক্ষোভ তুলে নেয় জনতা।

Share Now

এই বিভাগের আরও খবর