বগুড়ায় সবজিবাহী পিকআপ ভ্যানে মিলল ফেন্সিডিল, গ্রেপ্তার ২


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় সবজিবাহী পিকআপ ভ্যান থেকে ৫০৫ বোতল ফেন্সিডিসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে মাদক বহনকারী পিকআল ভ্যানটি জব্দ জরা হয়।
১০ ফেব্রুয়ারি (সোমবার) বিকাল পৌণে ৫টার দিকে বগুড়া শিবগঞ্জ উপজেলা কাশিপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যাববহন তল্লাশি কালিন ৫০৫ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- নীলফামারী সদর উপজেলাধীন হাজীগঞ্জ এলাকার শুকুর আলীর ছেলে মোঃ বাবু মিয়া(২৮) ও ঢাকা সাভার উপজেলার কুরগাঁও এলাকার দেলোয়ার হোসেন এর ছেলে আহাদ হোসেন মাহিম(২১)।
সোমবার সন্ধ্যা ৬টায় বগুড়া জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জুর সরকার জানান,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর থেকে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রর পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবহন তল্লাশি চালায়।
এসময় সবজিবাহী একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়।তল্লাশিকালে পিকঅপ ভ্যানে বিশেষ কায়দায় রাখা ৫০৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ওই বাবু ও মাহিমকে গ্রেফতার করা হয়।
এসময় মাদক বহনকারী পিকআপটিও জব্দ করে পুলিশ। তিনি আরো জানান, এবিষয়ে বগুড়ার শিবগঞ্জ থানায় মাদক মামলা দায়ের করে আসামিদেরকে আদালতে পাঠানো হবে।