‘শহীদ সেনা অ্যাসোসিয়েশন’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ


পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা পরিবারের সদস্যদের নিয়ে ‘শহীদ সেনা অ্যাসোসিয়েশন’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার পাওয়া নিয়ে কাজ করা, শহীদের অবদান ও তাদের স্মৃতি ধরে রাখা এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করা এ সংগঠনের প্রধান উদ্দেশ্য।
কাজের সুবিধার্থে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের যেকোনো শহীদ পরিবারের সদস্য এই অ্যাসোসিয়েশনের সদস্য হতে পারবেন।
বিগত দিনগুলোতে গণমাধ্যমে নিয়মিত এ বিষয়ে মন্তব্য দিয়ে এসেছে এবং গোটা বিচার প্রক্রিয়া নিয়ে অবগত, এমন কয়েকজনকে অ্যাসোসিয়েশন থেকে আহ্বায়ক কমিটিতে নির্বাচিত করা হয়েছে, যারা মূলত শহীদ সেনা অ্যাসোসিয়েশনের মুখপাত্র হিসেবে কাজ করবে।
শহীদ সেনা অ্যাসোসিয়েশনের মুখপাত্র ও আহ্বায়ক কমিটির সদস্যরা হচ্ছেন- শহীদ কর্নেল মজিবুল হকের স্ত্রী নাহরীন ফেরদৌস, শহীদ লে. কর্নেল ইনশাদ ইবনে আমিনের স্ত্রী ডা. রোয়েনা মতিন, শহীদ মেজর মোসাদ্দেকের স্ত্রী কোহিনূর হোসাইন, শহীদ মেজর মোহাম্মাদ সালেহের স্ত্রী নাসরিন আহমেদ, শহীদ মেজর মাহবুবুর রহমানের স্ত্রী রিতা রহমান জুলি, শহীদ কর্নেল কুদরত এলাহী রহমান শফিকের সন্তান অ্যাডভোকেট সাকিব রহমান, শহীদ লে. কর্নেল লুৎফর রহমানের সন্তান ডা. ফাবলিহা বুশরা, শহীদ কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলামের সন্তান আশরাফুল আলম হান্নান।