বগুড়ার শিবগঞ্জে ভূয়া ডিবির অফিসারসহ এক নারী গ্রেফতার

আপডেট: February 19, 2025 |
inbound7686364917300646986
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ ভূয়া ডিবির অফিসার পরিচয় দানকারী সহ এক নারীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় অপহরণ মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি(মঙ্গলবার) বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের কুপা মহাবালা প্রাথমিক বিদ্যালয় এলাকায় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বগুড়া রাজাপুর কুঠুর বাড়ী গ্রামের তোফাজ্জল এর ছেলে আমিনুল ইসলাম এর সঙ্গে মোবাইলে প্রেম সম্পর্ক গড়ে উঠে বগুড়া শহরের সুমি আক্তার এর সঙ্গে।

প্রেমের সম্পর্কর কারণে তারা ২ জনে শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের কুপা মহাবালা এলাকায় আসেন। সুমি আক্তারের পূর্ব পরিচিত এবং পরিকল্পিত ভাবে মহাব্বত নন্দীপুর গ্রামের রবিউল ইসলাম ডপিনকে কৌশলে মোবাইলে ডেকে নেয়।

রবিউল ইসলাম ঘটনাস্থলে এসে তার পকেট থেকে একটি ওয়্যারলেছ সেট বের করে ডিবির অফিসার হিসাবে পরিচয় দেন এবং ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।

টাকা দিতে তালবাহানা করলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়। আমিনুল এর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে।

বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে ভূয়া ডিবির অফিসার রবিউল ইসলাম ও সুমি আক্তারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহিনুজ্জমান শাহীন বলেন, ভূয়া ডিবি অফিসার পরিচয় দান কারীর নিকট থেকে ওয়্যারলেছ সেটসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে।

তারা দীর্ঘদিন যাবত পরিকল্পিত ভাবে এভাবে মানুষের সাথে প্রতারণা করে আসছে।

Share Now

এই বিভাগের আরও খবর