বগুড়ায় দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত, গ্রেফতার ০৪

আপডেট: February 19, 2025 |
inbound1702528973194065675
print news

বগুড়ার কাহালুতে বিদ্যুৎ বিল দেওয়াকে কেন্দ্র করে দেবরের ছুরিকাঘাত ভাবী রুপালী বেগম (৩৮) নিহত হয়েছে।

এঘটনায় রুপালী বেগমের স্বামী পলাশ প্রামাণিক গুরুতর আহত আবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনা ঘটার পরপরই জড়িত থাকার অভিযোগে পুলিশ দেবর মোজাম্মেল হক(৩২), তার স্ত্রী আফরোজা (২৫), মোজাম্মেলের বাবা রাশেদ আলী(৬৫) ও মা মরিয়ম বেগম(৬০) কে গ্রেফতার করেছে।

১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবগত রাত আনুমানিক ৯টার দিকে বগুড়ার কাহালু পৌর এলাকার পাল্লাপাড়া গ্রামে এ ছুরিকাঘাতে ঘটনা ঘটে।

আজ বুধবার ভোর ৫টার দিকে রুেলালী বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান এসব তথ্য নিশিত করেছেন।

পুলিশ জানায়,রাশেদ আলীর বাড়িতে বৈদ্যুতিক মিটার থেকে তার ছেলে পলাশ ও মোজাম্মেলের ঘরে বিদ্যুৎ সঞ্চালন হয়।

বিদ্যুৎতের বিল পরিশোধ করা নিয়ে মঙ্গলবার রাত ৯ টার দিকে দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়।এর একপর্যায় দুই ভাই ও তাদের বাবা-মা ঝগড়ায় জড়িয়ে পড়ে।

দুই ভাই এর মধ্যে হাতাহাতি শুরু হলে মোজাম্মেল তার বড় ভাই ও ভাবীকে ছুরিকাঘাত করে।

পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে কাহালু উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ( শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানেই আজ বুধবার ভোর পাঁচটার দিকে রুপালী বেগম মারা যায়।

কাহালু থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল হান্নান এর নিকট বিষয়টি জানতে চাইতে তিনি জানান, এ ঘটনায় রাতেই চারজনকে গ্রেফতার করা হয়েছে।

রুপালী বেগম লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে। গ্রেফতারকৃতদের নামে হত্যা মামলা দায়ের হবে।

Share Now

এই বিভাগের আরও খবর