এনজেল নূরের প্রশংসায় পঞ্চমুখ অরিজিৎ সিং

আপডেট: March 1, 2025 |
boishakhinews
print news

বাংলাদেশের তরুণ সংগীতশিল্পী এনজেল নূরের প্রশংসায় পঞ্চমুখ অরিজিৎ সিং। তার একটি গান নিজের টুইটারে শেয়ার করে জানান নিজের অনুভূতির কথাও।

বিষয়টি সামনে আনেন তরুণ গায়কই। গায়ক তার সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, ‘বিশ্বাসই করতে পারছি না, অরিজিৎ সিং নিজের ব্যক্তিগত টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন আমার গান! আমি তো কেঁদে ফেলব।


দেখা যাচ্ছে অরিজিৎ তার গান শেয়ার করে টুইটারে লিখেন, ‘কী দারুণ গান’!

কে এই এনজেল নূর? অ্যাঞ্জেলের নতুন গান ‘যদি আবার’ মন কেড়েছে অরিজিতের। গানটি তারই লেখা ও সুর করা।

এনজেল নূর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্সের সংখ্যা ১৫ হাজারের কাছাকাছি।

Share Now

এই বিভাগের আরও খবর