বগুড়ায় ১০৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ০১

আপডেট: March 2, 2025 |
inbound2674570879298834217
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় গোপন সংবাদ ভিডিও র‍্যাবের অভিযানে ১০৩ বোতল ফেন্সিডিলসহ নজরুল ইসলাম(২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

০১মার্চ (শনিবার) রাত পৌণে ২ টার দিকে গোপন সংবাদ ভিত্তিতে র‍্যাব-১২, বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া সদর থানাধীন ঠেঙ্গামারা পশ্চিমপাড়াস্হ টিএমএসএম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রংপুর- ঢাকা মহাসড়কের উপর অভিযান ও গাড়ি তল্লাশি করে।

এসময় পাঠগ্রাম এক্সপ্রস পরিবহনে যাত্রীবেশে নজরুল ইসলামকে ১০৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। র‍্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজের স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশিত করা হয়।

র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ বগুড়া জানতে পারে যে, দিনাজপুর-ঢাকসগামী পাঠগ্রাম এক্সপ্রেস পরিবহনে যাত্রীবেশে একজন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ফেনসিডিল বহন করে নিয়ে আসিতেছে।

এমন সংবাদ ভিত্তিতে শনিবার( ০১ মার্চ)রাত্রি ১.৪০ ঘটিকায় র‍্যাব-১২, বগুড়ার একটি আভিধানিক দল উক্ত স্হানে অভিযান চালায় নজরুল ইসলামকে ১০৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।

inbound8536285634515384189

এসময় তার কাছ থেকে একটি মোবাইল, একটি সীমকার্ড ও নগদ ৫০০(পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাসেম সবুজ জানান, গ্রেফতারকৃত আসামী নজরুল ইসলামের বিরুদ্ধে পরবর্ত্তী আইনানুগ র‍্যবস্হা গ্রহণের জন্য বগুড়া জেলা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর