রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৪

আপডেট: March 3, 2025 |
inbound5025412110888238846
print news

রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে এ তথ্য জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তাৎক্ষণিকভাবে নিহতদের কারও পরিচয় পাওয়া যায়নি। তবে, তারা সবাই পুরুষ বলে জানা গেছে।

তবে, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

সরেজমিনে দেখা যায়, ভবনের ভেতর থেকে প্রচুর ধোয়া বের হচ্ছে। আগুনের ঘটনায় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকায় চলাচলরত সাধারণ মানুষ।

Share Now

এই বিভাগের আরও খবর