পীরগঞ্জে অগ্নিকাণ্ডে নয় পরিবারের ২৫ টি ঘর পুড়ে ছাই

আপডেট: March 4, 2025 |
inbound6735169200730105015
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকাণ্ডে নয় পরিবারের ২৫ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (২ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার খনগাঁও ইউনিয়নের চাপাপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আজ সোমবার (৩ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার এনএম ইসফাকুল কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, উপজেলার খনগাঁও ইউনিয়নের চাপাপাড়া গ্রামের শাহজামালের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের আরো ৮টি বাড়ি ভস্মীভূত হয়। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান।

তিনি আরো জানান, ক্ষতিগ্রস্তরা সবাই দিনমজুর।প্রত্যেক পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল ও শুকনা খাবার দেওয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর