বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ০১

আপডেট: March 4, 2025 |
inbound3235542556698804259
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পারভের (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। আতিকুর ইসলাম(২০) নামে অপর এক যুবক আহত।

০৩ মার্চ (সোমবার) রাত ৮ টার দিকে বগুড়া শহরের মালতিনগর খন্দকার পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত পারভেজ বগুড়া শহরের মালতিনগর নতুন পাড়ার সিরাজুল ইসলাম এর ছেলে।

পারভেজ পেশায় রাজমিস্ত্রীর সহজারী।গুরুতর আহত আতিকুর ইসলাম এ্কই এলাকার বাসিন্দা। বনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) ফজলে এলাহী এসব তথ্য নিশিত করেছেন।

নিহত পারভেজের খালাতো ভাই মাসুদ রানা বলেন, একই এলাকার কিছু যুবকের সাথে ০২মার্চ( রবিবার) বিকেলে পারভেজের মারামারির ঘটনা ঘটে।

এর জের ধরে সোমবার ইফতারের পর ওই যুবকরা পারভেজকে বাড়ি থেকে ডেকে আনে। এসময় আতিকুল পারভেজের সাথে ছিলেন।

মালতিনগর খন্দকার পাড়ায় বগুড়া আর্ট কলেজের সামনে নির্জন স্থানে তাদের মধ্যে আবারো মারামারির ঘটনা ঘটে। এক পর্যায় পারভেজ ও আতিকুল দৌড় দিল তাদের পিছু ধাওয়া করে উপুর্যপরি ছুরিকাঘাত করে।

তারা দুইজনই গলি পথের মধ্যে অনেক সময় পড়ে থাকে। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত অবস্থায় আতিকুল চিকিৎসাধীন রয়েছেন।

এসআই ফজলে এলাহী বলেন, প্রাথমিক ভাবে জানাগেছে স্থানীয় কিশোর গ্যাং এর দুই গ্রুপের মধ্যে আভ্যন্তরিন বিরোধকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে। জড়িত কয়েকজনের নাম জানাগেছে।

Share Now

এই বিভাগের আরও খবর