জয়পুরহাটে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন

আপডেট: March 9, 2025 |
inbound6301348798264764829
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে পাইপ লাইনের মাধ্যমে শিল্প কারখানা ও বাসা বাড়িতে গ্যাস সংযোগ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে  ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, ছাত্রসমাজ ও শ্রমিকসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল, কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি নূর ই আলম, শহরের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম লোকমান হোসেন ও চিনিকল শ্রমিক নেতা খলিলুর রহমান।

শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারক লিপি দেওয়া হয়।

বক্তারা বলেন, জয়পুরহাট থেকে মাত্র ৩৯ কিলোমিটার দূরে বগুড়ার মোকামতলাতে গ্যাসের পাইপ লাইন রয়েছে। অথচ জয়পুরহাটবাসী দীর্ঘদিন থেকে এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

অবিলম্বে পাইপ লাইনে মাধ্যমে  গ্যাস সংযোগ চালুর দাবি জানান বক্তারা।এজন্য অবিলম্বে এ জেলায় পাইপ দিয়ে গ্যাস লাইন স্থাপন করতে হবে না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর