পাকিস্তানে চলন্ত ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর হামলা

আপডেট: March 12, 2025 |
inbound1821934941134666969
print news

পাকিস্তানে একটি যাত্রীবাহী ট্রেনে জঙ্গি হামলা হয়েছে। আজ মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী ট্রেনে গুলি চালায় বিচ্ছিন্নতাবাদীরা। গোটা ট্রেন হাইজ্যাক করা হয়েছে বলে দাবি সন্ত্রাসবাদীদের। হামলাকারীরা আরও দাবি করছে, তাদের গুলিতে ৬ জন নিহত হয়েছে। অন্তত ১০০ জন যাত্রীকে বন্দী করা হয়েছে।

করাচি ভিত্তিক সংবাদমাধ্যম ডন বলছে, কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ার যাচ্ছিল ট্রেনটি। সেই সময়েই জঙ্গি হামলা হয়। হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। ট্রেনের যাত্রী ও নিরাপত্তাকর্মীদের বন্দী করা হয়েছে বলে জানানো হয়েছে ওই জঙ্গি সংগঠনের তরফ থেকে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি বলছে, পাকিস্তান রেলওয়ে পরিচালিত জাফর এক্সপ্রেস নামের ট্রেন হাইজ্যাকের দাবি করেছে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিএলএ। তারা দাবি করেছে, ট্রেনে থাকা শতাধিক যাত্রী এখন তাদের কাছে জিম্মি। এ নিয়ে তারা একটি বিবৃতিও প্রকাশ করেছে। ওই বিবৃতিতে বেলুচ লিবারেশন আর্মি বলছে, হামলা চালিয়ে ৬ পাকিস্তানি সেনাকে হত্যা করেছে তারা।

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিএলএর ভাষ্য, ‘আমাদের যোদ্ধারা রেললাইন উড়িয়ে দিয়েছে, যার ফলে জাফর এক্সপ্রেস থামতে বাধ্য হয়। যোদ্ধারা দ্রুত ট্রেনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, সব যাত্রীদের জিম্মি করে।’

এরপর কড়া ভাষায় হুমকিও দেয় তারা। তাতে বলা হয়, ‘যদি দখলদার বাহিনী কোনো সামরিক অভিযানের চেষ্টা করে, তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। শত শত জিম্মিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং এই রক্তপাতের দায় সম্পূর্ণভাবে দখলদার বাহিনীকেই নিতে হবে।’

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ট্রেনটিকে লক্ষ্য করে প্রথম গুলি করা হয়। এরপর হাইজ্যাক করা হয়। কর্তৃপক্ষের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলছে, ট্রেনটির নয়টি কামরায় প্রায় ৫০০ যাত্রী ছিলেন।

বেলুচিস্তান প্রদেশ সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, পেহরো কুনরি এবং গাদালরের মাঝে ট্রেনটিকে হাইজ্যাক করা হয়। এলোপাতাড়ি গুলি চালানো হয় ট্রেন লক্ষ্য করে। চালককে বাধ্য করা হয় ট্রেন থামাতে।

এই খবর আসামাত্রই প্রাদেশিক সরকার জরুরি ভিত্তিতে পুলিশ ও আধা সামরিক বাহিনী পাঠিয়েছে এলাকায়। জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর