জয়পুরহাটে অবৈধ ২টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

আপডেট: March 14, 2025 |
inbound6334248294121597417
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলার  অনুমোদনহীন অবৈধ ২টি ইটভাটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে প্রশাসন এবং একই সঙ্গে ওই দুটি ভাটা মালিককে ১ লক্ষ করে মোট ২ লক্ষ টাকা  জরিমানা করা হয়।

বৃহস্প্রতিবার বেলা ১২ টায় জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ঘিওর এলাকার মেসার্স রাবেয়া ব্রিকস এবং দোগাছি ইউনিয়নের বুজরুক ভারুনিয়া এলাকার মেসার্স ভাই ভাই ব্রিকস নামে ওই দুই  ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেসার্স রাবেয়া ব্রিকস ও মেসার্স ভাই ভাই ব্রিকস এই দুই ইটভাটার পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র নেই।

সেখানে অভিযান চালিয়ে   ইটভাটার মালিকদের ২লাখ টাকা জরিমানা করা হয়। ইটভাটার মালিকরা  জরিমানার অর্থ পরিশোধ করেন।

সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস জানান,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসক স্যারের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ,  পরিবেশ অধিদফতর জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, জয়পুরহাট ফায়ার সার্ভিসের সাব অফিসার কৃষ্ণ প্রসাদ তলাপাত্র উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর