পূবাইলে লরি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২

আপডেট: March 23, 2025 |
inbound1822751361528313199
print news

মাছুদ পারভেজ, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের পূবাইলের মাজুখান নিমতলী এলাকায় লরি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে  দুই জন নিহত ও দুই জন আহত হয়েছেন।

রবিবার (২৩ মার্চ) সকাল দশটায়  পুবাইল থানাধীন টঙ্গী -কালিগঞ্জ সড়কের মাজু খান পশ্চিমপাড়াএলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোচালক হানিফ মিয়া  (৩৫)তার বাড়ি ৩৯ নং ওয়ার্ডের হায়দারাবাদ এলাকায় । সাব্বির আলম(২৭) নিহত হয়।তার বাড়ি ৪০ নং ওয়ার্ডের মাজু খান দক্ষিণপাড়া এলাকায়।এ ঘটনায় দুই জন আহত হয়েছেন। আহতদের পরিচয়ও প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পূবাইল থানার এসআই রফিকুল জানান, টঙ্গী  থেকে  পাঁচজন যাত্রী নিয়ে মিরের বাজারের দিকে আসছিলেন দুর্ঘটনাকবলিত ওই অটোরিকশা।

মাজুখান পশ্চিমপাড়াএলাকায় পোঁছালে লরি ও অটোরিকশার  সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ দুইজন জন নিহত হন। আহতকে উদ্ধার করে স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে  পাঠিয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর