হাসপাতাল থেকে বাড়িতে ফিরছেন পোপ ফ্রান্সিস

আপডেট: March 23, 2025 |
inbound2583451697706299316
print news

গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর রোমের জেমেলি হাসপাতালে চিকিৎসাধীন পোপ ফ্রান্সিস আজ হাসপাতাল ছাড়ছেন, তবে চিকিৎসকরা জানিয়েছেন, তাকে ভ্যাটিকানে ফিরে অন্তত দুই মাস বিশ্রামে থাকতে হবে।

৮৮ বছর বয়সী পোপের চিকিৎসক, ড. সার্জিও আলফিয়েরি জানান, তার অবস্থার দুইবার সংকটাপন্ন হলেও, কখনোই তাকে ইনটুবেট করতে হয়নি এবং তিনি সবসময় সচেতন ও সজাগ ছিলেন। ড. আলফিয়েরি বলেন, “আজ আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, পোপ বাড়ি ফিরছেন।”

হাসপাতাল ছাড়ার আগে, পোপ ফ্রান্সিস হাসপাতালের জানালা দিয়ে জনসাধারণকে আশীর্বাদ প্রদান করবেন, যা হবে পাঁচ সপ্তাহ পর তার প্রথম প্রকাশ্য উপস্থিতি।

চিকিৎসকরা জানিয়েছেন, পোপের নিউমোনিয়া পুরোপুরি সেরে গেছে এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। তিনি আর রাতে যান্ত্রিক ভেন্টিলেশনের প্রয়োজন অনুভব করছেন না, তবে নাসারন্ধ্রের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করছেন এবং দিনে কম উচ্চ-প্রবাহ অক্সিজেন ব্যবহার করছেন।

দীর্ঘমেয়াদি অক্সিজেন থেরাপির কারণে পোপের কণ্ঠস্বর কিছুটা দুর্বল হয়ে পড়েছে, যা বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে স্বাভাবিক কণ্ঠস্বর ফিরে পেতে কিছুটা সময় লাগতে পারে, জানিয়েছেন চিকিৎসকরা।

ড. আলফিয়েরি আশা প্রকাশ করেছেন, উন্নতির এই ধারা অব্যাহত থাকলে পোপ শিগগিরই তার কাজকর্মে ফিরতে পারবেন। কার্ডিনাল ভিক্টর ফার্নান্দেজ উল্লেখ করেছেন, অক্সিজেন থেরাপি পোপের গলার টিস্যু শুষ্ক করে ফেলেছে, যার ফলে তাকে আবার কথা বলতে শেখার প্রয়োজন হতে পারে।

পোপ ফ্রান্সিস, যিনি গত ১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতৃত্ব দিচ্ছেন, অতীতে ফুসফুসের সমস্যায় ভুগেছেন এবং শ্বাসযন্ত্রের সংক্রমণের প্রতি সংবেদনশীল। সম্প্রতি, ভ্যাটিকান থেকে প্রকাশিত একটি ছবিতে তাকে হাসপাতালে প্রার্থনা করতে দেখা গেছে। এছাড়া, সেন্ট পিটার্স স্কয়ারে পোপের স্প্যানিশ ভাষায় রেকর্ড করা একটি অডিও বার্তা বাজানো হয়, যেখানে তিনি তার জন্য প্রার্থনা করায় সকলকে কৃতজ্ঞতা জানান।

পোপ ফ্রান্সিসের দ্রুত সুস্থতার জন্য ক্যাথলিক সম্প্রদায়সহ বিশ্বজুড়ে শুভাকাঙ্ক্ষীরা প্রার্থনা করছেন।

Share Now

এই বিভাগের আরও খবর