ফতুল্লায় ইজিবাইক চালককে হত্যা, আটক ১

আপডেট: March 24, 2025 |
inbound3368575861957879323
print news

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসহাক মিঝি নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

রবিবার (২৩ মার্চ) ফতুল্লার কোতালেরবাগ এলাকার রেললাইনের পাশের সড়কে এই ঘটনা ঘটে।

নিহত ইসহাক মিঝি (৪৫) চাঁদপুর জেলার মতলব থানার নায়েরগাঁও ইউনিয়নের আয়ুব আলীর ছেলে। তিনি ফতুল্লার পশ্চিম সস্তাপুর কাস্টমের মোড় এলাকায় রেজাউলের বাড়িতে ভাড়া থাকতেন।

ঘটনার পর সোহরাব হাওলাদার (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। তিনি পটুয়াখালীর রাঙ্গাবালি থানার বাহেরচর গ্রামের মৃত আতহার হাওলাদারের ছেলে ।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানায়, রাত ৩ টার দিকে এক নারীর চিৎকারে আশপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে এসে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে।

এ সময় কয়েকজন ব্যক্তিকে ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করতে দেখে তাদের ধাওয়া করে একজনকে আটক করে এলাকাবাসী। বাকি দু’জন পার্শ্ববর্তী ডোবা দিয়ে পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, নিহতের ভাগিনা শরিফ মরদেহ শনাক্ত করেছেন। তার পকেট থেকে নগদ ৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। ইজিবাইকটির মালিক শফিকও তার যানটি শনাক্ত করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর