শিবগঞ্জে বিএনপি নেতা মতিনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

আপডেট: March 27, 2025 |
inbound3991339814143869280
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,মরহুম আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত কামনা ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২৬ মার্চ (বুধবার) বিকালে বগুড়ার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক তিন বারের সফল মেয়র আলহাজ্ব মতিউর রহমান মতিনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সাবেক মেয়র মতিয়ার রহমান মতিন বলেন,শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,মরহুম আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত কামনা, খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন।

বিগত ফ্যাসিস্ট সরকারের রোষানলে তারেক রহমানও দেশের বাইরে।

দেশের ক্রান্তিকালে তিনি দেশের বাইরে থেকেই দেশকে সঠিক পথে পরিচালিত করার জন্য বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সার্বক্ষণিক দিকনির্দেশনা দিয়ে যাছেন।

inbound4268067400286801004

ফলে আমরা পুনরায় দ্বিতীয়বারের মতো দেশকে স্বাধীন করতে পেরেছি। আজকের এই আয়োজন জনসাধারণের সম্মানার্থে করা হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ডাঃ আশিক মাহমুদ ইকবাল স্বাধীন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরু, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ হিরন,সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হাদিউল হক (জিকো),বিএনপি নেতা মাসুম আহম্মেদ, নিশা হাসান সুমন, ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রাসেল রহমান, বিএনপি নেতা বিপ্লব ইসলাম, খোকন প্রধান,আব্দুর রফিকসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর