বঙ্গবন্ধু এভিনিউর নতুন নাম শহীদ আবরার ফাহাদ এভিনিউ

আপডেট: March 27, 2025 |
inbound7663145483678033266
print news

রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউসহ ১৪টি স্থাপনার নাম পরিবর্তন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ। এর মধ্যে বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম পাল্টে শহীদ আবরার ফাহাদ এভিনিউ নাম রাখা হয়েছে। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা রাসেল রহমানের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি পরিচিত হবে ইনার রিং রোড নামে, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি পরিচিত হবে ঝাউচর প্রধান সড়ক নামে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সরণি পরিচিত হবে কামরাঙ্গীরচর লোহারপুল বুড়িগঙ্গা সড়ক নামে, শহীদ শেখ রাসেল শিশুপার্ক পরিচিত হবে কলাবাগান শিশুপার্ক নামে এবং শহীদ শেখ রাসেল শিশুপার্ক পরিচিত হবে যাত্রাবাড়ী শিশুপার্ক নামে।

এ ছাড়া মেয়র শেখ তাপস সেতুর নতুন নাম কামরাঙ্গীরচর ব্রিজ, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নতুন নাম গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্কের নতুন নাম সরাফতগঞ্জ পার্ক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নতুন নাম কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র, মেয়র হানিফ অডিটরিয়ামের নতুন নাম নগরভবন অডিটরিয়াম, মেয়র হানিফ ফ্লাইওভারের নতুন নাম গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার, মেয়র হানিফ জামে মসজিদের নতুন নাম আজিমপুর কবরস্থান জামে মসজিদ এবং মেয়র হানিফ মসজিদের নতুন নাম সায়েদাবাদ বাস টার্মিনাল জামে মসজিদ।

বর্তমানে উল্লেখিত সড়ক, অবকাঠামো, স্থাপনা, সেতু, ফ্লাইওভার, মসজিদ, পার্কগুলো পরিবর্তিত নামে নামকরণসহ সব কার্যক্রম পরিচালনা করা হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Share Now

এই বিভাগের আরও খবর