জয়পুরহাটে ইসরাইলী পণ্য বয়কটে লিফলেট বিতরণ

আপডেট: April 8, 2025 |
inbound2175552375936155669
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ ফিলিস্তিনের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসরাইলি পণ্য বয়কটের দাবিতে জয়পুরহাটে শহরের বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ করা হয়েছে।

গতকাল রাতে শহরের রেল স্টেশন এলাকার বিভিন্ন দোকানে ঘুরে ইসরাইলের পণ্য যেন বিক্রি না করে সেজন্য দোকানদারদের উদ্বুদ্ধ  করা হয়। সেই সাথে জনসাধারণকে ও ইসরাইলের পন্য বয়কটের জন্য বলা হয়।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার অয়ন এর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।এসময় উপস্থিত ছিলেন  ছাত্রদল কর্মী ফয়সাল , সোহাগ, রাব্বি প্রমুখ।

inbound8511728027726350810

এসময় ইসরায়েলের সকল পণ্য বয়কটসহ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান তারা।

Share Now

এই বিভাগের আরও খবর