জয়পুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ জনের কারাদণ্ড

আপডেট: April 8, 2025 |
inbound887351351032064536
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ঈদকে ঘিরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ঢাকাগামী ৩টি পরিবহনকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দুপুরে শহরের পাচুর মোড়ে ঢাকাগামী পরিবহনের কাউন্টারগুলোতে এ অভিযান পরিচালনা  করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম।

দণ্ডপ্রাপ্ত ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনকে ৫ হাজার টাকা, আহাদ পরিবহনকে ৬ হাজার টাকা এবং এসআই পরিবহনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ ও দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিবহনগুলোকে জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম  বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

অপরদিকে জয়পুরহাট পৌর শহরের  রেলওয়ে কলোনী এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের কলোনি এলাকায় অভিযান চালিয়ে  ২০ লিটার চোলাই মদ ও প্রায় ৭২০গ্রাম গাজা পাওয়ায় ২ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।

মোবাইল কোর্ট এর আওতায় ৪ জন সেবনকারী/ক্রেতাকে বিভিন্ন মেয়াদে ( ১৫, ০৭,০৩ দিন ) বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর