নববর্ষের শোভাযাত্রার নামে ‘মঙ্গল’ থাকছে কি-না, জানা যাবে বৃহস্পতিবার


প্রতি বছরের মতো এবারও বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে শুরু হবে ঐতিহ্যবাহী “শোভাযাত্রা”। প্রায় তিন দশক ধরে এটি “মঙ্গল শোভাযাত্রা” নামে পরিচিত, তবে এ বছর শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে চলছে আলোচনা
শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কি না, তা আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) জানা যাবে। ওইদিন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট করবে।
এ তথ্য নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি জানান, জাতীয়ভাবে চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উদযাপন উপলক্ষে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন।
ফারুকী বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় শোভাযাত্রার আয়োজক হিসেবে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করছে। ১০ তারিখে সংবাদ সম্মেলনে তারা শোভাযাত্রার নতুন নাম ঘোষণা করবে।”
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই। “চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। রমজান ও ঈদ উপলক্ষে যেমন নিরাপত্তা ব্যবস্থা ছিল, তেমনই পহেলা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে,” বলেন তিনি।
ঢাবির চারুকলা অনুষদ ১৯৮৯ সাল থেকে পহেলা বৈশাখে শোভাযাত্রার আয়োজন করে আসছে। প্রথমদিকে এটি “আনন্দ শোভাযাত্রা” নামে পরিচিত ছিল, তবে ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে এর নাম পরিবর্তন করে “মঙ্গল শোভাযাত্রা” রাখা হয়। ২০১৬ সালে ইউনেসকো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।