বিলিয়ন ডলারের জরিমানার মুখে টিএসএমসি

আপডেট: April 10, 2025 |
inbound4460165010782868589
print news

মার্কিন তদন্তের ফলে, তাইওয়ানভিত্তিক চিপ নির্মাতা কোম্পানি টিএসএমসি-কে বিলিয়ন ডলারের জরিমানা গুনতে হতে পারে।

চীনা কোম্পানি হুয়াওয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক প্রসেসরের ভেতরে টিএসএমসি’র তৈরি চিপ ব্যবহৃত হওয়ায় যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ বিভাগের তদন্তের মুখে পড়েছে কোম্পানিটি।

একশ কোটি ডলারের বা তারও বেশি জরিমানা হতে পারে, যদি তদন্তে প্রমাণিত হয় যে, টিএসএমসি মার্কিন প্রযুক্তি অবৈধভাবে চীনা কোম্পানির কাছে সরবরাহ করেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় চীনা কোম্পানি সোফগো’র জন্য বিশ্বের সবচেয়ে বড় চিপ নির্মাতা টিএসএমসি চিপ তৈরি করছে কিনা, তা তদন্ত করছে।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, টিএসএমসি’র তৈরি চিপটি চীনা কোম্পানি হুয়াওয়ের হাই-এন্ড ‘অ্যাসসেন্ড ৯১০বি এআই’ প্রসেসরের চিপের সঙ্গে মিলে যায়। এআই চিপ তৈরির ক্ষেত্রে হুয়াওয়ে বর্তমানে প্রতিযোগিতায় নেমেছে, যদিও তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ভাঙার এবং বাণিজ্য চুরির অভিযোগ রয়েছে।

টেকনোলজি এবং নিরাপত্তা বিশেষজ্ঞ লেনার্ট হেইম, যিনি চীনা কোম্পানির এআই চিপ তৈরির কর্মকাণ্ড নিয়ে নজর রাখছেন, জানিয়েছেন, গত কয়েক বছরে টিএসএমসি প্রায় ৩০ লাখ চিপ তৈরি করেছে, যা সোফগো’র নকশার সঙ্গে মিলে এবং সম্ভবত হুয়াওয়ের জন্য তৈরি চিপের সঙ্গে মিলে যায়।

টিএসএমসি’র চিপ তৈরিতে ব্যবহৃত অনেক টুলে মার্কিন প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকায়, যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ নীতির অধীনে কোম্পানিটি তাইওয়ানে নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ফলে, হুয়াওয়ের মতো চীনা কোম্পানির জন্য চিপ তৈরি করা বা মার্কিন অনুমতি ছাড়া উন্নত চিপ তৈরি করা তাদের জন্য অবৈধ।

এ বিষয়ে হোয়াইট হাউস বা মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় কী ব্যবস্থা নেবে, তা নিশ্চিত করেনি রয়টার্স। তবে, শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, রপ্তানি আইন লঙ্ঘনের কারণে টিএসএমসি’র বিরুদ্ধে বড় ধরনের জরিমানা আরোপের পরিকল্পনা রয়েছে।

টিএসএমসি’র মুখপাত্র নিনা কাও এক বিবৃতিতে জানান, তারা আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ২০২০ সালের সেপ্টেম্বরের পর থেকে হুয়াওয়েকে কোনো চিপ সরবরাহ করেনি। তারা মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগিতা করছে।

তবে, মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় এখনও টিএসএমসি’র বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি।

Share Now

এই বিভাগের আরও খবর